নিউজ ডেস্ক: 


যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে প্রকাশিত লিটলম্যাগ ‘ঘুংঘুর’ থেকে সম্মাননা পেলেন প্রবাসী মুক্তিযোদ্ধা নূরুন্নবী।


স্থানীয় সময় সোমবার নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে ‘ঘুংঘুর’ এর বইমেলা সংখ্যার প্রকাশনা অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়।


নিউ জার্সির প্লেইন্সবরো সিটির কাউন্সিলর নির্বাচিত হয়ে পঞ্চম মেয়াদে দায়িত্বে থাকা নূরুন্নবীর হাতে ফুলের তোড়া তুলে দেন ইশতিয়াক রুপু। তারপর বেলাল বেগ, তাজুল ইমাম, লুৎফর রহমান রিটনসহ অন্য অতিথিরা সম্মাননা পদক তুলে দেন।


একুশে পদকপ্রাপ্ত নূরুন্নবী নিজের অনুভূতি জানাতে গিয়ে তার স্ত্রী জিনাত নবীর সহযোগিতার কথা জানান ও বাবাকে স্মরণ করেন।


তিনি বলেন, “আমার পিতা আমাকে অন্যায়ের প্রতিবাদ করতে শিখিয়েছিলেন। ন্যায়ের পক্ষে কথা বলার সাহস দিয়েছিলেন। আমি সেই আলোকেই জীবন পরিচালিত করেছি।”


এর আগে ‘ঘুংঘুর’ থেকে সম্মাননা পেয়েছিলেন বেলাল বেগ, হাসান ফেরদৌস ও তাজুল ইমাম।


শিরিন বকুলের উপস্থাপনায় অনুষ্ঠানটির প্রথম পর্বে ছিল ‘ঘুংঘুর’ এর মোড়ক উন্মোচন ও তা নিয়ে কথা। আর দ্বিতীয় পর্বে ছিল সম্মাননা অনুষ্ঠান।


স্বাগত বক্তব্য দেন ‘ঘুংঘুর’ সম্পাদক হুমায়ূন কবির। আরও বক্তব্য দেন আহমাদ মাযহার, আবেদীন কাদের, বিপাশা হায়াত, বাংলাদেশ রাইটার্স ক্লাব যুক্তরাষ্ট্র শাখার আহ্বায়ক মিশুক সেলিম, ‘সাহিত্য একাডেমি’ পরিচালক মোশাররফ হোসেন, ৩১তম নিউ ইয়র্ক বাংলা বইমেলার আহ্বায়ক গোলাম ফারুক ভূঁইয়া, ফকির ইলিয়াস ও কৌশিক আহমেদ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2023