দলিত জনগোষ্ঠির কাজ দেখতে নেপাল গেলেন প্রতিবন্ধী অষ্টমী মালো

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা  প্রতিনিধি ঃ দলিত জনগোষ্ঠির কার্যক্রম কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময়ে নাগরিক উদ্যোগের সহায়তায় নেপাল ভ্রমনে গেলেন প্রতিবন্ধী অষ্টমী মালো। তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার জয়িতা নারী উন্নয়ন সংগঠনের পরিচালক হিসাবে কর্মরত।

জানা যায়, ১২ থেকে ১৮ ডিসেম্বর নেপালের এফইডিও সংগঠনের দলিত জনগোষ্ঠির কার্যক্রম পরিদর্শন করবেন এবং অভিজ্ঞতা বিনিময় করবেন অষ্টমী মালো। পরবর্তীতে বাংলাদেশেও এ বিষয়ে কাজ করবেন। ঢাকার নাগরিক উদ্যোগের সহায়তায় তিনি এ নেপাল ভ্রমনে গিয়েছেন।
জয়িতা নারী উন্নয়ন সংগঠন শ্যামনগর উপজেলায় ক্ষুদ্র পরিসরে প্রতিবন্ধী নারীদের উন্নয়নে কাজ করে যাচ্ছে।

ছবি- নেপাল ভ্রমনে শ্যামনগরের অষ্টমী মালো।



প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024