|
Date: 2023-12-13 15:21:27 |
রাজশাহীবাঘায় মঙ্গলবার (১২-ডিসেম্বর) গভির রাতে উপজেলার চকছাতারি এলাকায় প্রাণী সম্পদ অধিদপ্তরের সামনে একটি চাল বোঝায়কৃত চলন্ত ট্রাকে ইট-পাটকেল নিক্ষেপ ও পেট্রোল বোমা হামলা করে ট্রাকটিকে পুড়িয়ে দেয় দুর্বিত্তরা। মুখমন্ডল ও শরীরের বেশ কিছু অংশ ঝলশে গেছে ড্রাইভার মানিক দাসের। নষ্ট হয় ২০ টন চাল । স্থানীয় লোকজনের সহায়তায় আহত মানিক দাসকে বাঘা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎস তাকে রেফাট করেন রামেক হাসপাতালে। খবর পেয়ে বাঘা ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রন করে।
এদিকে ট্রাকের হেলপার শ্যাম দাস বলেন, চাল বহনকারী যশোর ট-১১-৩৭৩৫ নম্বর এই ট্রাকটি নওগাঁ থেকে বাঘা-চারঘাট মহাসড়ক দিয়ে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। অত:পর ঘটনাস্থল ছাতারী এলাকায় পৌঁছলে রাস্তার পাশে থাকা একটি আম বাগান থেকে প্রায় ২0-৩০ জন ব্যক্তি বিষ্ফোরক দ্রব্য নিক্ষেপ করে পালিয়ে যায় । এতে সামনের অংশ পুড়ে যায় ও চালকের শরীর ঝলসে যায়। এ সময় আমাদের চিৎকারের স্থানীয়রা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে। এর কিছুক্ষন পর বাঘা ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মিজানুর রহমান তার লোকবল এনে আগুন নিয়ন্ত্রন করেন।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, ঘটনাস্থল পৌঁছার আগেই দুর্বৃত্তরা পালিয়ে গেছে। বিষ্ফোরক দ্রব্য পেট্রোল বোমা অথবা অন্য কিছু হতে পারে। বিষয়টি তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
© Deshchitro 2024