কুলিয়ারচরে অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মো. সারোয়ার জাহান যোগদান করেছেন।

বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে তার নতুন কর্মস্থলে যোগদান করেন। তিনি বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গেলাম মোস্তফা এর স্থলাভিষিক্ত হন।

এ সময় থানার সকল অফিসার ও স্টাফ বৃন্দ নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে ফুল দিয়ে স্বাগত জানান।

মো. সারোয়ার জাহান এর আগে চলতি বছরের ৪ মে থেকে নিকলী থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

তিনি ২০২০ সালের ৩ অক্টোবর থেকে দীর্ঘ আড়াই বছর কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে আন্তরিকতা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। এ সময়ে থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং ঘুষ ও দালালমুক্ত থানা প্রতিষ্ঠার জন্য নিবেদিত থেকে মাদক, সন্ত্রাস, জুয়া, গরু চুরি ও মোটরসাইকেল চুরিসহ অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। 

তিনি পাঁচবার কিশোরগঞ্জ জেলা পুলিশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন।

মো. সারোয়ার জাহান ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার একজন গর্বিত সন্তান।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024