দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব জাহাঙ্গীর আলম এর সমর্থনে কেন্দ্র কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। 


নোয়াখালী জেলার চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের কয়েকটি ওয়ার্ড এর সমন্বয়ে সাত্রাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সাধুরখিল এ আই দাখিল মাদ্রাসায় ১৩ ডিসেম্বর (বুধবার) বিকেলে ও রাতে ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সাত্রাপাড়া ওয়ার্ড সভাপতি সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ মানিক। 


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মনির হোসেন, চাটখিল উপজেলার যুবলীগের সদস্য সাইফুল ইসলাম, নোয়াখলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোলায়মান ভুলু, সাবেক মেম্বার  জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক বাবুল মেম্বার, কড়িহাটি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জহীর উদ্দিন, সাবেক মেম্বার জামাল উদ্দিন, ইউপি সদস্য মোঃ মানিক ও যুবলীগ নেতা মোঃ সুজন।


বক্তারা আগামী ৭ জানুয়ারী স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব জাহাঙ্গীর আলমকে তার প্রতীকে কেন্দ গিয়ে রায় দেওয়ার অনুরোধ জানান। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024