১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালে বিজয় দিবসের দুই দিন আগে দেশকে মেধা শূন্য করার জন্য পাকিস্তানিরা এদেশের বুদ্ধিজীবীদের হত্যা করেন।
দিনটি যথাযোগ্য মর্যাদায় ইউনুস হালিমা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসা কর্তৃক আয়োজিত জাতীর বীর সন্তানদের স্মরণে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়েছে।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার নোয়াখোলা ইউনিয়নে শ্রীনগরে অবস্থিত ইউনুস হালিমা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসায় ১৪ ডিসেম্বর (বৃহস্পতিবার) সকাল দশটায় মাদ্রাসা প্রাঙ্গনে সহকারী শিক্ষক মনির হোসেন সোহেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার সুপার মাওলানা আব্দুস সালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহসুপার মাওলানা মিজানুর রহমান, সহকারী শিক্ষক মাওলানা দেলোয়ার হোসেন, সহকারী শিক্ষক মোঃ শাহাদাত হোসেন ও মোঃ ইমাম হোসেন প্রমুখ।
বক্তরা বক্তব্য বলেন, তখন দেশকে মেধাশূন্য করার জন্য এদেশকে নিপীড়ন নির্যাতন লক্ষ্যে তারা দেশের বুদ্ধিজীবি ও জাতিকে হত্যা করেছিল। আমরা বুদ্ধিজীবী দিবসে তাদের সম্মানের সাথে স্বরন করছি এবং রুহের মাগফেরাত কামনা করছি।