|
Date: 2023-12-14 06:08:39 |
সিরাজগঞ্জে শহিদ বুদ্ধিজীবী দিবস ২০২৩ পালন উপলক্ষে পুষ্পতবক অর্পন আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর ২০২৩) সকাল ১০ টায় জেলা প্রশাসনের আয়োজনে চীপ জুডিসিয়াল কোর্ট চত্বরে সুবর্ণ অহংকারে শহিদের স্মরণে পুষ্পতবক অর্পন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডল বিপিএম (বার) পিপিএম (বার) জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এডভোকেট কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ তালুকদার, পরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ কে শহিদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক
(সার্বিক) গনপতিরায়,আলোচনা সভায় শহিদ বুদ্ধিজীবী দিবসটির উপর তাৎপর্যপূর্ণ মূলক বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।
এসময়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোঃ আরিফুর রহমান মন্ডল বিপিএম(বার) পিপিএম(বার) সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. রামপদ রায়, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আব্দুস সামাদ তালুকদার, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান,( পিপি) বীর মুক্তিযোদ্ধা গাজী ফজলুল মতিন মুক্তা, বেসরকারি চ্যানেল টুয়েন্টিফোর সিনিয়র রিপোর্টার হীরক গুণ, মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা কানিজ ফাতেমা, প্রমূখ। এছাড়াও ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024