|
Date: 2023-12-14 11:43:10 |
কালিগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত
সাতক্ষীরা জেলার কালিগঞ্জে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার সেকেন্দার নগর চৌমুহুনিতে নব নির্মিত রংধনু কমিউনিটি সেণ্টারে ১৪ ডিসেম্বর বৃহস্পতিবার কালিগঞ্জ উপজেলা পরিষদের আয়োজনে এ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে মতবিনিময় ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানটিতে উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দ্বাদশ সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম আতাউল হক দোলন।
বাংলাদেশ শিক্ষক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক গাজী মিজানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইদুজ্জামান সাঈদ,কালিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী, শ্যামনগরের কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান আনিচ, মুক্তিযোদ্ধা সন্তান কমাণ্ড কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ইন্জিনিয়ার মেহেদী হোসেন সুমন,রোকেয়া মুনসুর মহিলা কলেজের অধ্যক্ষ ও ভুরুলিয়া ইউপি চেয়ারম্যান একে এম জাফরুল আলম বাবু, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিব ফেরদাউস শিমুল, কালিগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত কুমার বৈদ্য,শ্যামনগর আতরজান মহিলা ডিগ্রি মহাবিদ্যালয়ের প্রভাষক সুশান্ত বিশ্বাস প্রমুখ।
অনুষ্ঠানটিতে কালিগঞ্জ উপজেলার সাতক্ষীরা-৪ সংসদীয় আসনের অন্তগত সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সহ ৩ শতাধিক শিক্ষক,সাংবাদিক ও সুধিজন উপস্থিত ছিলেন।
সভাপতির সমাপ্তি ভাষনের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।
© Deshchitro 2024