|
Date: 2023-12-14 11:46:45 |
ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে যুগ্ম- সাধারণ সম্পাদক রতন ভৌমিকের সঞ্চালনায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও ছাব্বির আহমেদ আকুঞ্জি।
অন্যান্যের মাঝে আলোচনা অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম খান, অধ্যাপক কবি সোহরাব পাশা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ হাসান তূর্ণ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাড. পলাশ গুণ প্রমুখ।
সভা শেষে শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ পরিচালনা করেন উপজেলা জামে মসজিদের খতিব মাওলানা এনামুল হক।
© Deshchitro 2024