রাজবাড়ীর গোয়ালন্দে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।


এ উপলক্ষে ১৪ডিসেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টার দিকে একটি আলোক মিছিল, শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন, আলোচনা সভার অনুষ্ঠানের আয়োজন করা হয়।



সম্মিলিত সাংস্কৃতিক জোট উপজেলা শাখার উদ্যোগে এসব কর্মরসূচি পালন করে।


গোয়ালন্দ শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে আলোক মিছিল বের হয়ে উপজেলার মুক্তিযোদ্ধা শহীদ মহিউদ্দিন আনছার ক্লাব গিয়ে শেষ হয়।


সেখানে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন , পুষ্প শ্রদ্ধাঞ্জলি ও এক মিনিট নিরবতা পালন করা হয়।


এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা মুন্সী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, গোয়ালন্দ পৌর মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উজানচর ইউপি চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, সাংস্কৃতিক জোটের সভাপতি গণেশ পাল, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন রনি, ক্যাশিয়ার মোঃ আতাউর রহমান মুঞ্জু, যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু,গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ তুহিন দেওয়ান, সাধারণ সম্পাদক আবির হোসেন হৃদয় সহ প্রমুখ।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024