|
Date: 2023-12-14 13:16:56 |
◾তোপাজ্জল হক মেহেদী : হার-জিতের এই দুনিয়ায় সবই যেন মরিচিকা। অতীত যেমনই কাটুক; ভালো কিংবা খারাপ, তবে শিখিয়েছে। বর্তমান নিয়ে খুব একটা মাথাব্যথা নেই। কারণ অতীতের শিক্ষাগুলো ইশারা করে বারংবার শেখায়। ডানা ঝাপটাতে থাকা পরীর বেশে অতীত যেন স্বপ্নেও শেখায়। অলৌকিক শক্তি কি না জানা নেই; তবে পাশের মানুষ গুলোর মিথ্যে হাসি, মিথ্যে ভালোবাসা, মিথ্যে অনুপ্রেরণা, মিথ্যে উৎসাহ, মিথ্যে আপোষ, মিথ্যে মায়া কীভাবে যেন বুঝে ফেলতে পারি। আবেগি মন মাঝে মাঝে প্রেয়সীর সংস্পর্শে যায়। একটু স্বস্তির নিঃশ্বাস নিতে।
না। সে কোনো মানুষ না। সে হলো নদীর পাড়, পাহাড়ের চূড়া, পাহাড়ের বুক বেয়ে ঝরতে থাকা ঝর্ণা, আঁকাবাঁকা মেঠোপথ, সবুজ অরণ্য, জনমানবশূন্য নীরব নিস্তব্ধ স্থান যেখানে বাতাস বয়ে, স্বস্তির বাতাস। প্রেয়সী আমায় বলে,"ছুঁইও না মানব মন। মানব মনে বিষ।" শুনতে তেতো হলেও এটাই সত্যি। মানব মনে বিষ। কঠিন বিষ। কেউ কারো উন্নতি সহ্য করতে পারে না। কেবল একে অন্যের ঘাড় ধরে পেছনে ফেলে দেওয়ার চেষ্টায় লিপ্ত থাকে। সফলতায় অনেকেই বাহবা দেবে। খেয়াল করে দেখবেন তাদের বেশিরভাগই আপনার শুভাকাঙ্ক্ষী ছিলনা দুঃসময়ে। কেউ কেউ আবার অন্তরে বিষ নিয়েই আপনাকে শুভেচ্ছা জানাতে এসেছে। মুখে শুভকামনা অনেকেই বলে কিন্তু তার অন্তরে দেখবেন সব কু-কামনা। বিশ্বাস অবিশ্বাসের এই দুনিয়ায় আজ না হয় কাল আপনাকে পাড়ি জমাতে হবে পরপারে। তবে কেন এত হিংসা? জন্মেছেন মানে মরতে হবেই। তবে কেন এত আফসোস? নিজের যেটুকু আছে তা নিয়ে খুশি থাকুন না। আসুন না এবার বদলে দেই আজকের সমাজ। অন্যের সফলতায় হিংসা নয় অনুপ্রেরণা নিই। নিজেকে শুদ্ধ করতে শিখুন। দেখবেন আস্তে আস্তে পুরো সমাজ শুদ্ধ হয়ে গেছে। সমাজে নাহয় দুয়েকটা ময়লা থেকেই গেল। তবে শুদ্ধের সংখ্যা বেড়ে গেলে ক্ষতি কী? আসুন নিজেকে শুদ্ধ করি। দেশ ও জাতির কল্যাণে আত্নশুদ্ধির বিকল্প কিছুই নেই। তবেই প্রকৃতি বলে উঠবে,"মানব মনে বিষ নয়; ফুল।"
লেখক: তোপাজ্জল হক মেহেদী
শিক্ষার্থী: ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা কলেজ
© Deshchitro 2024