বগুড়ার আদমদীঘিতে নাশকতা মামলায় আব্দুল মজিদ কোমল (৪২) নামের এক বিএনপির নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আব্দুল মজিদ কোমল আদমদীঘির জিনইর গ্রামের মোজাম্মেল হক তালুকদারের ছেলে।

আদমদীঘি থানার উপ পরিদর্শক প্রদীপ কুমার বলেন, আদমদীঘির পূর্ব ঢাকারোড এলাকায় আওয়ামীলীলীগ অফিসে ভাংচুর ও ককটেল বিস্ফোরনসহ নাশকতা সৃষ্টির মামলায় তাকে গ্রেফতার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে তাকে আদারতে পাঠানো হয়েছে। এ পর্যন্ত এ মামলায় উপজেলায় মোট আটজন বিএনপি নেতাকর্মিকে গ্রেফতার করা হয়েছে। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024