|
Date: 2023-12-14 14:56:16 |
রাজশাহীর বাঘায় বৃহস্পতিবার (১৪ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে যথাযথ মর্যদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। এ অনুষ্ঠানের আয়োজন করেন বাঘা উপজেলা প্রশাসন।
সকাল ১১ টায় বাঘা উপজেলার নবাগত নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নিরাবতা পালন ও দোয়া পরবর্তী সভায় বক্তব্য রাখেন বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান এড: লায়েব উদ্দিন লাভল , উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ জুয়েল আহাম্মেদ, বাঘা থানা অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল , আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, বীর মুক্তিযোদ্ধা আজিজুল আলম,উপজেলা মৎস্য অফিসার সাহাদুল ইসলাম, বাঘা মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ নছিম উদ্দিন,মনিগ্রাম ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, বাঘা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান , শিক্ষক বাবুল ইসলা প্রমুখ।
এ সভায় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের সকল দপ্তর প্রধান , মুক্তিযোদ্ধা, শিক্ষক, ইমাম, সুশীল সমাজের নেত্রীবৃন্দ ও উক্ত দিবসের উপর বিভিন্ন বিয়য়ে অংশ নেয়া বিজয়ী শিক্ষার্থী বৃন্দ।
© Deshchitro 2024