|
Date: 2023-12-14 16:40:02 |
শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষ মৌলভীবাজারের বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের আয়োজনে আলোচনা সভা, কবিতা আবৃত্তি, রচনা প্রতিযোগিতা ও মাছরাঙা প্রকাশনের দিনব্যাপী একক বই মেলা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১ টায় কলেজ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. নিয়াজ উদ্দিন। প্রভাষক জসীম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজ উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য দেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের সদ্য সাবেক অধ্যক্ষ জায়েদ আহমদ, প্রভাষক হৃষিকেশ দাস, বিধান চন্দ্র দাস, মো. আব্দুর রহিম।
এছাড়াও বক্তব্য দেন লেখক লুৎফুর রহমান, মৃনাল কান্তি দাস, উপজেলা ছাত্রলীগ সভাপতি ইমরান হোসেন, কলেজ ছাত্রলীগ সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম ফরহাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মুহতাসিম মাহাদি, সৌরভ দাস প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীসহ সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। পরে অনুষ্ঠানের অতিথিবৃন্দ প্রতিযোগী ছাত্র-ছাত্রীদের মাঝে বই উপহার প্রদান করেন।
এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবসে ইতিহাস- ঐতিহ্য ও মুক্তিযুদ্ধবিত্তিক বইয়ের সমাহার নিয়ে কলেজ প্রাঙ্গণে মাছরাঙা প্রকাশনের দিনব্যাপী একক বইমেলা অনুষ্ঠিত হয়। এসময় বিএনসিসি প্লাটুন ও রোভার স্কাউট সদস্যদের নিজ হাতে তৈরি করা শীতের পিঠা নিয়ে পিঠা উৎসব স্টলে দর্শনার্থীদের ভীড় করতে দেখা গেছে।
© Deshchitro 2024