আশাশুনি উপজেলার তেঁতুলিয়া বাজারে অগ্নিকান্ডে দু'টি দোকান
ভষ্মীভূত হয়েগেছে। আগুনে ৬ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে বলে ধারনা
করা হচ্ছে। গতকাল মঙ্গরবার ভোররাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
বাজারের
ব্যবসায়ীরা সোমবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। নৈশ প্রহরীরা রাতে
পাহারা দিচ্ছিলেন। রাত্র ৪.৩০ টার দিকে তারা কাপড় ব্যবসায়ী হাফিজুল মোড়লের
হাফিজুল বস্ত্রালয়ে আগুন জ্বলতে দেখেন। মুহুর্তের মধ্যে পাশের জুতা
ব্যবসায়ী আঃ মজিদ সরদারের মায়ের দোয়া সু স্টোর দোকানেও আগুন লেগে যায়।
স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা চালান এবং আশাশুনি ফায়ার সার্ভিস স্টেশানে
খবর দিলে অগ্নি নির্বাপক দল দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনেন।
ততক্ষনে কাপড়ের দোকান সম্পূর্ণ ভাবে এবং জুতার দোকানের অংশ বিশেষ ভস্মীভূত
হয়ে যায়। দোকান দুটির অনুমান ৬ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। স্থানীয়
ইউপি চেয়ারম্যান দিপঙ্কর বাছাড় দিপ ঘটনাস্থান পরিদর্শন করেছেন।
আশাশুনি
ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে তারা
ঘটনাস্থানে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন। বৈদ্যুতিক শর্টসার্কিট
থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে তিনি ধারনা করছেন। তবে দোকান দুটির
ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।