আজ শুক্রবার  (১৫ ই ডিসেম্বর) বিকেলে বাংগাবাড়ী  স্কুল ও কলেজ  মাঠে বাংগাবাড়ী ইউনিয়নের নিম্ন আয়ের মানুষের হাতে তুলে দেয়া হয় শীতবস্ত্র। এদিন অসহায় বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়েও পৌঁছে দেয়া হয় অপেক্ষাকৃত উন্নত মানের কম্বল।


এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি মো:মোস্তাকিম, সিনিয়র সহ-সভাপতি সাদ্দাম হোসেন, 

সাধারণত সম্পাদক মো:ইসহাক রানা,

অর্থ সম্পাদক বাবর আলী  এছাড়াও অন্যান্য সদস্যবৃন্দ। 

এবং অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-

অবসরপ্রাপ্ত প্রধান অধ্যক্ষ বদিউজ্জামান। প্রধান অধ্যক্ষ মোস্তফা কামাল। অবসরপ্রাপ্ত 

উপসহকারী কৃষি কর্মকর্তা আজাহার আলী। কৃষি কর্মকর্তা সেলিম রেজা। ও সেনাবাহিনীতে কর্মরত ওয়াসিম আলী। এবং আমিজুল ইসলাম সুমন 



অসহায় ও দুস্থ মানুষকে উষ্ণতা দিতে তাদের পাশে দাঁড়িয়েছে বাংগাবাড়ী উন্নয়ন  ফাউন্ডেশন। সামাজিক দায়বদ্ধতা থেকে বাংগাবাড়ীর গৃহহীন ও অবহেলিত জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী এ সংগঠনটি।


বিভিন্ন সামাজিক কর্মসূচি বাস্তবায়নের উদ্দেশ্যে ২০২১ সালে বাংগাবাড়ী উন্নয়ন  ফাউন্ডেশনের জন্ম হয়। নিজেদের মধ্যে চাঁদা তুলে এবং এলাকার বিত্তবানদের সহযোগীতায়  স্বেচ্ছাশ্রমে সামাজিক বিভিন্ন সেবামূলক কাজে নিয়োজিত আছে এ ফাউন্ডেশনের সদস্যরা।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024