একটি মানবিক আবেদন মা বাবার সপ্ন পূরণ করতে বাঁচতে চায়ে অসুস্থ ইমান আলী 


 মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না

নামঃ- ইমান আলী পি তাঃ- উসমান আলী মা তাঃ- জুলেখা বেগমব য়সঃ- ১৯ বছরগ্রা মঃ- ভাটি লালপুরথা নাঃ- জামালগঞ্জ জেলাঃ- সুনামগঞ্জ ই মান আলী ছেলেটি সবে মাত্র বাবা মায়ের কষ্টার্জিত স্বপ্নের কাংক্ষিত লক্ষে পৌঁছাতে শুরু করেছিল। তার বাবা মায়ের স্বপ্ন ছিল ছেলে সেনাবাহিনীতে চাকরি করে বাবা মায়ের দুঃখ কষ্ট লাগব করবে কিন্তু যখনি  স্বপ্ন পুরোনের প্রায় কাছাকাছি ঠিক তখনি আল্লাহ ছেলেটিকে ধৈর্য পরিক্ষায় ফেল দিল, তার মেরুদন্ডে ধরা দিল টিউমার, টিউমার ধরাপরার কারনে দুটি পা অবশ হয়ে পরেছে, চলাফেরা করতে পারছে না,ডাক্তার পরিক্ষা নিরীক্ষা করার পর বলল অপারেশন লাগবে, আর অপারেশন করতে খরচ হবে প্রায় ৪-৫ লাখ টাকা। আর এই টাকা তার পিতা মোঃ উসমান আলী সাহেবের পক্ষে বহন করা সম্ভব নয়, উনি অন্যের জমি চাষ করে যতটুকু উপার্জন করে সে টাকায় সংসার খরচ চালানো হিমসিম খায়। তাই এমতাবস্থায়, আমি, আপনি,

 আপনার একটু সাহায্যের জন্য অসহায় গরীব সম্বল হীন এই ছেলেটির জীবন বেঁচে যেতে পারে। আমরাতো অনেক জায়গায় অহেতুক টাকা ব্যয় করি, আসুন সে ব্যয় করা টাকা থেকে অল্প কিছু টাকা মানবিক কারনে সাহায্য করি আমরা প্রত্যেকেই প্রত্যকের জায়গায় থেকে যার যতটুকু সামর্থ্য আছে সে সামর্থ্য থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। হয়তো আপনার এ অল্প সাহায্যের অছিলায় আল্লাহর রহমতে ছেলেটি ফিরে পেতে পারে নতুন আরেকটি জীবন। তাই আসুন প্রত্যকেই মানবিক হাত বাড়িয়ে দেয়। 

ইন শা আল্লাহ।


বিকাশ/রকেট/নগদ= 01747924690 

                                  01711912144


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024