|
Date: 2023-12-15 14:30:27 |
খাগড়াছড়িতে মাসব্যাপী বাজার বয়কট কর্মসূচি শুরু
খাগড়াছড়িতে ইউপিডিএফ প্রসীত সমর্থিত চার জনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে সংগঠনটির ডাকে মাসব্যাপী খাগড়াছড়ির পানছড়ি বাজার বয়কট কর্মসূচি আজ শুক্রবার (১৫ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে। এই কর্মসূচির ফলে বাজারে আসছেন না পাহাড়িরা। এরফলে বাজারে বেচাকেনা কমে আসবে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
এদিকে পানছড়িতে হত্যাকাণ্ডের সময় অপহৃত ইউপিডিএফ প্রসীত গ্রুপের ৩ নেতাকে উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিরাপত্তা বাহিনী লতিবান ইউনিয়নের তারাবনছড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে। উদ্ধারকৃতদের পুলিশের মাধ্যমে স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে ২০১৮ সালেও পানছড়ি বাজার বয়কট করেছিলো আঞ্চলিক রাজনৈতিক দল ‘ইউপিডিএফ’ প্রসীত গ্রুপ।
এ হত্যাকাণ্ডের প্রতিবাদে খাগড়াছড়িতে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করে ই্উপিডিএফ প্রসীত গ্রুপ। কর্মসূচির মধ্যে রয়েছে, ১৩ থেকে ১৫ ডিসেম্বর প্রতিবাদ সমাবেশ ও শোক সভা, বিভিন্ন স্থানে কালো পতাকা উত্তোলন, ১৫ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি ২০২৪ পর্যন্ত পানছড়ি বাজার বয়কট। (প্রয়োজনে বয়কটের মেয়াদ বাড়ানো হতে পারে) ১৭ ডিসেম্বর পানছড়ি উপজেলাব্যাপী সাধারণ ধর্মঘট ও ১৮ ডিসেম্বর খাগড়াছড়ি জেলাব্যাপী সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ।
© Deshchitro 2024