যশোরের অভয়নগরে ধারাবাহিক ভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম আবু নাওশাদ ( ইউএনও) বিভিন্ন ব্যক্তিকে অনুপ্রেরণা যোগাতে গাছ উপহার দিয়ে থাকেন তারই ধারাবাহিকতায়  বছর জুড়ে প্রায় ৫ হাজার বকুল গাছ লাগানো আব্দুল জব্বারকে ধন্যবাদ দেয়ার জন্য আমন্ত্রণ জানান। 

কিছু গাছ উপহার দিয়ে অনুপ্রেরণা দেয়ার  চেষ্টা করেন।আব্দুল জব্বারের একটাই দুঃখ তার লাগানো বহু বকুল গাছ মানুষ কেটে ফেলেছে। তার দুঃখ বোঝাতে আরো মনোবল বাড়াতে ব্যাপক উৎস দেওয়ার জন্য তাকে গাছ উপহার দেন। তিনি সকলের উদ্দেশ্যে বলেন নিঃস্বার্থভাবে প্রকৃতিকে ভালোবাসা আব্দুল জব্বার,কওসার আলী, চিত্তরঞ্জন দাসদের মত প্রকৃতিকে ভালোবাসার চেষ্টা করে প্রকৃতি ধ্বংস না করা, বিনা প্রয়োজনে কোন গাছ না কাটার পরামর্শ দেন। ইউএনও আরে জানান,প্রকৃতিকে কিছু না দিলেও প্রকৃতি আমাদের উজাড় করে দিচ্ছে,আসুন প্রকৃতিকে বৃক্ষ উপহার দেই।ভালো থাকুক আমাদের অপরূপ অভয়নগর।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024