আপনার দান হোক বৃহত্তর সৃষ্টির সোপান,

নিশ্চিত হোক প্রতিটি শিশুর মৌলিক অধিকার" প্রতিপাদ্য বিষয়ে সামনে রেখে মহান একলা চলো রে -এর চবি শাখায় উদ্দ্যেগে শিশুদের খেলাধুলা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

পাঁচটি ইভেন্টের বিপরীতে অংশগ্রহণ করেছে "একলা চলো রে " চবি শাখার শিক্ষার্থীরা।


প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বুদ্ধিজীবী চত্বরে। আয়োজনে উপস্থিত ছিলেন "একলা চলো রে" চবি শাখার সভাপতি 

তনক চাকমা,সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান,

অর্থ সম্পাদক অনামিকা আপন,

সাংগঠনিক সম্পাদক আবির হোসেন 

সদস্য ইশারত জাহান মুন,ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা প্রতিষ্ঠাকালীন ও সিনিয়র সদস্য মাসুম বিল্লাহ। 

"একলা চলো রে" একটি সামাজিক সংগঠন যেখানে পথশিশুদের বিনামূল্যে শিক্ষা, শিক্ষা উপকরণ, নাস্তা,শীতবস্ত্র, বিশেষ দিবসে নতুন পোষাক ইত্যাদি দেওয়া হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024