|
Date: 2023-12-15 18:28:33 |
মুন্সি শাহাব উদ্দিন, লোহাগাড়া ( চট্টগ্রাম)
লোহাগাড়ায় ধান মাড়াইয়ের মেশিনে শাড়ি পেচিয়ে প্রাণ গেল এক মহিলার। নিহতের নাম দিলুয়ারা বেগম (৬৫)। তার বাড়ী লোহাগাড়া সদর ইউনিয়নের ্উজির ভিটা এলাকার আলী আহমদ মাষ্টার পাড়ায়। আজ শুক্রবার ১৫ ডিসেম্বর এই দূর্ঘটনাটি ঘটে নিজ বাড়ীতে। নিহত দিলুয়ারা বেগমের স্বামীর নাম খাইর আহমদ। তার পাঁচ পুত্র এক কন্যা সন্তান রয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, সকালে ধান মাড়ানোর সময় অসতর্ক অবস্থায় মেশিনের পাখার সাথে শাড়ির আচঁল লেগে যায়, ফলে মেশিনের সাথে ধাক্কা লেগে গুরতর আহত হন দিলুয়ারা বেগম। কালবিলম্ব না করে তাকে উপজেলার একটি প্রাইাভেট হাসপাতালে ভর্তি করানো হয়। ডাক্তারের চিকিৎধীন অবস্থায় দিলুয়ারা বেগম ৯টার দিকে ইহলোক ত্যাগ করেন।
© Deshchitro 2024