|
Date: 2023-12-16 05:21:23 |
সেনবাগে মহান বিজয় দিবস বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত
নোয়াখালী জেলার সেনবাগ উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ বাংলাদেশ সৃষ্টির ৫২ বছর ও মহান বিজয় দিবস ২০২৩ মানে ১৬ই ডিসেম্বরের পালিত।সুর্য দয়ের সাথে সাথে ১৬ বার তোপধ্বনির মাধ্যমে দিনটি শুরু হয়। উপজেলা চত্বরে অবস্থিত মুক্তিযুদ্ধের সৃতি স্তম্বে পুষ্পস্তবক অর্পণ করেন সেনবাগ উপজেলার নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ, সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিমুদ্দিন, সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহমেদ চৌধুরী ও ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম কবির। সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের দুলাল। সকাল আটটা ত্রিশ মিনিটে সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ১৩টি দলের অংশগ্রহণে সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ অনুষ্ঠানে সালাম গ্রহণ করেন সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহমেদ চৌধুরী। কুচকাওয়াজ অনুষ্ঠানে অধিনায়কের দায়িত্ব পালন করেন সেনবাগ থানার এস আই সঞ্জয় শিকদার, উপ অধিনায়কের দায়িত্ব পালন করেন সেনবাগ থানার এএসআই কাওছার আহমেদ। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিমুদ্দিন, উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলার ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম কবির, সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের দুলাল, মিসেস জিসান বিন মাজেদ, মিসেস জাহিদুল ইসলাম (সহকারী কমিশনার ভুমি)।বীর মুক্তি যোদ্ধা, বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ। কুচকাওয়াজ শেষে অনুষ্ঠিত হয় বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীদের অংশ গ্রহনে শারীরিক কসরত।সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সেনবাগ উপজেলা সহকারী কমিশনার মোঃ জাহিদুল ইসলাম।
© Deshchitro 2024