আনোয়ারার অন্যতম পেশাজীবী সংগঠন আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন এর পক্ষ থেকে মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আনোয়ারা কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক (শ্রদ্ধাঞ্জলী) অর্পণ করা হয়। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে সংগঠনের প্রতিষ্ঠাতা ইঞ্জিঃ মোঃ হাবিব উল্লাহ বলেন, ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে এদেশের মুক্তিযোদ্ধারা বাংলাদেশের বিজয় ছিনিয়ে এনেছিলেন, তাঁরা একটি সুন্দর, সমৃদ্ধ & স্বনির্ভর বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে দেশের জন্য লড়াই করেছিলেন। 

সেই সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। 

এছাড়াও বাংলাদেশকে একটি সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলীদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। পরিশেষে উপস্থিত সদস্যগনকে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন। শ্রদ্ধাঞ্জলি প্রদানের সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সদস্য ইঞ্জিঃ মাসুদ পারভেজ,  ইঞ্জিঃ একিউএম রেয়াজুল আলম সুমন, ইঞ্জিঃ এম এ হান্নান, ইঞ্জিঃ মোহাম্মদ মিরাজুল করিম, ইঞ্জিঃ ইব্রাহিম , ইঞ্জিঃ চন্দন নাথ, ইঞ্জিঃ তারেক মিয়া, ইঞ্জিঃছোটন মজুমদার  প্রমুখ।  পরিশেষে দোয়া মুনাজাতে সকল শহীদদের জন্য দোয়া করা হয়। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024