জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের জগন্নাথপুরে ৫ বছর থেকে ১১ বছর বয়সী সকল শিশুদের কোভিট-১৯ ভ্যাকসিন প্রদান কর্মসূচির উদ্ধোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে জগন্নাথপুর নার্সারী স্কুলের শিক্ষার্থীদের টিকা প্রদানের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুধন ধরের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুধন ধর বলেন, উপজেলার ৪০ হাজার শিশুদের ভ্যাকসিন প্রদানের লক্ষ্যে এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ধারাবাহিকভাবে উপজেলার একটি পৌরসভা ও আটটি ইউনিয়নের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের শিশুদের ভ্যাকসিন প্রদান করা হবে। সেই সাথে ঝরে পড়া শিশুদেরও নির্দিষ্ট দিনে টিকা দেওয়া হবে।

ডা: মধু সুধন ধর আরো বলেন, ৫ থেকে ১১ বছর বয়সী সকল শিশুদেরকে জন্মসনদ নাম্বার দিয়ে সুরক্ষা অ্যাপসে রেজিষ্ট্রেশন সম্পন্ন করে টিকা কার্ড ডাউনলোড করে রাখার জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধান ও অভিভাবকদেরকে অনুরোধ জানান।#

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024