উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের পশ্চিম মরিচ্যা এলাকার চিহ্নিত ৩ভূমিদস্যকে আটক করে থানা পুলিশ। গত শুক্রবার (১৫ ডিসেম্বর-২৩) গভীর রাতে উখিার পশ্চিম মরিচ্যা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, হলদিয়ার পশ্চিম মরিচ্যা এলাকার মৃত আবু তালেবের পুত্র নুরুল আলম (৫৫), মাহবুব আলম (৩৫), অপরজন একই এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে শাহ জালাল (৩২)। জানা যায়, আটককৃতরা অবৈধ ভাবে জমি দখলের জন্য চেষ্টা করে মরিচ্যা বাজারে রাতের অন্ধকারে অস্ত্রসস্ত্রসহ নিয়ে স্থাপনা ভাঙচুর করে। যার কারণে ভুক্তভোগী বাদী হয়ে আদালতে একটি দ্রুত বিচার আইনের মামলা দায়ের করেন। 


উখিয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসাইন জানান, আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। পরে গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024