|
Date: 2023-12-16 11:11:05 |
প্রেসক্লাবে পতাকা উত্তোলন, শহিদ মিনারে বিনম্র শ্রদ্ধা নিবেদন, দিনব্যাপী খেলাধূলা
মহান বিজয় দিবস ২০২৩ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছে ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাব।
শনিবার (১৬ ডিসেম্বর) সকালে শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন সোহেলের নেতৃত্বে শ্রীমঙ্গল পৌর শহিদ মিনার ও উপজেলা পরিষদ মাঠে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন প্রেসক্লাব সদস্যরা।
এরপর সকাল ১০টায় শ্রীমঙ্গল প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব মাঠে শুরু হয় কবিতা আবৃত্তি, হাড়ি ভাঙ্গা, বেডমিন্টনসহ দিনব্যাপী বিভিন্ন খেলাধূলা।
এসব আয়োজনে অংশ নেন প্রেসক্লাব পরিবার। এসব ইভেন্টে অংশ নিয়েছেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের কার্যকরি কমিটিসহ সাধারণ সদস্যরা।
© Deshchitro 2024