হবিগঞ্জে মাধবপুর উপজেলা পর্যায়ে ৪৯ তম জাতীয় স্কুল, মাদ্রাসা কারিগরি ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন বালিকা ফুটবল খেলা প্রতিযোগিতার ফাইনাল খেলায় শাহজাহানপুর উচ্চ বিদ্যালয় সিলেট বিভাগীয় চ্যাম্পিয়ান হয়েছে   মঙ্গলবার ১১ সেপ্টেম্বর  শেখ রাসেল মিনি স্টেডিয়াম শাহীঈদগাহ সিলেট মাঠে অনুষ্ঠিত হয়। সেমিফাইনালে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয় বালিকা দল -0 গোলে ফেঞ্চুগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে চুড়ান্ত পর্বের যোগ্যতা অর্জন করে একই দিনে ফাইনাল খেলায় শাহজাহানপুর উচ্চ বিদ্যালয় বালিকা দল -0 গোলে লবজান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় সুনামগঞ্জকে পরাজিত করে সিলেট বিভাগে চ্যাম্পিয়ন হয়।

উক্ত খেলার শুভ সূচনা করেন প্রধান অতিথি ছিলেন ডঃ মুহাম্মদ মোশাররফ হোসেন বিভাগীয় কমিশনার সিলেটসভাপতি ছিলেন জাহাঙ্গীর কবির আহম্মদ উপপরিচালক  মাধ্যমিক উচ্চ শিক্ষা অফিসার  সিলেট,। এসময় আরও উপস্থিত ছিলেন ফেঞ্চুগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক, লবজান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক, শাহজাহানপুর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক ছানোয়ার মোঃ রেজাউল করিম, ম্যানেজিং কমিটি, সভাপতিসহ ও অবিভাবক সদস্য এবং শিক্ষকগন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024