|
Date: 2023-12-16 13:28:02 |
মোঃ ফরমান উল্লাহ, বিশেষ প্রতিনিধি
নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
শনিবার(১৬ডিসেম্বর) উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মাধ্যম কলমাকান্দা উচ্চ বিদ্যালয় মাঠে দিবসটি উদযাপিত হয়েছে।
কর্মসূচীর মধ্যে দিনের শুরুতে ৩১ বার তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধে আত্মদানকারী বীর শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন ও পুস্পস্তবক অর্পণ,পুলিশ, আনসার ও ভিডিপি, স্কুল, কলেজ ও মাদরাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট, রোভার স্কাউট, গার্লস গাইড ও শিশু-কিশোর সংগঠক কর্তৃক কুচকাওয়াজ, শরীর চর্চা ও ডিসপ্লে প্রদর্শিত হয়।
এছাড়াও বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা এবং জাতীর পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযোদ্ধের চেতনা ধারন ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার, বিজয় দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, হাসপাতাল, এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন, প্রীতি ফুটবল ম্যাচ, সন্ত্রাস-জঙ্গিবাদ, মাদক বিরোধী কার্যক্রম ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মসজিদ, মন্দির গীর্জায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।
দিবসটি পালনে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার, উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান।
অন্যান্যদের উপস্থিত ছিলেন কলমাকান্দা সরকারী কলেজের অধ্যক্ষ সুকুমার বনিক, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ শহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, আফরোজা বেগম শিমু, কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ লুৎফুল হক, বীর মুক্তিযোদ্ধাগন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ, সাধারণ সম্পাদক মোঃ ইসলাম উদ্দিন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষক বৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।
এছাড়াও নেত্রকোণা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সম্মানিত সদস্য আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী নেত্রকোণা-১(কলমাকান্দা-দূর্গাপুর) আসনের সাবেক এমপি মোশতাক আহমেদ রুহী, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দা দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন।
© Deshchitro 2024