ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে নড়াইলের লোহাগড়ায় মহান বিজয় দিবস পালিত হয়েছে যথাযোগ্য মযার্দায়। এ উপলক্ষে ভোরে থানা প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে দিবসের কর্মসুচি শুরু হয়। এর পরে সূর্য্যদয়ের সাথে সাথে সকল সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এর আগে রাত ১২ টা ০১ মিনিটে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ,পৌর সভা, মহিলা আওয়ামী লীগ,লোহাগড়া প্রেসক্লাব, লোহাগড়া রিপোর্টার্স ক্লাব,বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি লোহাগড়া উপজেলা শাখা, বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক সংগঠন, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান উপজেলা চত্বর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করেন।

দিবসের কর্মসুচির মধ্যে ছিল লোহাগড়া লক্ষীপাশা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে (মোল্যার মাঠ) আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন ও বিভিন্ন সংগঠনের কুচকাওয়াজ, ডিসপ্লে, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী।

আজ শনিবার দুপুরে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মঞ্চে আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম এ হান্নান রুনু। 

এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আফরিন জাহান, জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শামচুল আলম কচি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সৈয়দ মসিয়ূর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার রায়, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র মোঃ আশরাফুল আলম, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা সন্তান ও জেলা যুবলীগ সদস্য শেখ ছদরউদ্দিন শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে শহীদদের আত্নার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024