সরকারি তিতুমীর কলেজে বর্ণাঢ্য আয়োজনে উদ্‌যাপিত হয়েছে মহান বিজয় দিবস। আজ শনিবার সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের অনুষ্ঠানমালা শুরু হয়। পরে সকাল ৮টায় অধ্যক্ষ প্রফেসর ফেরদৌস আরা বেগম কর্তৃক কলেজ প্রাঙ্গণে স্থাপিত স্মৃতিসৌধের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।


এ সময় উপাধ্যক্ষ প্রফেসর মহিউদ্দিন, শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক কাজী ফয়জুর রহমানসহ সকল বিভাগীয় প্রধান ও ছাত্রনেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 


শহিদ বরকত মিলনায়তনে অনুষ্ঠানের ২য় পর্বে সকাল ৯টায় প্রামাণ্যচিত্র প্রদর্শন, ১০টায় অতিথিবৃন্দের আসন গ্রহণ এবং ১০টা পাঁচ মিনিটে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। 


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহান মুক্তিযুদ্ধে সব বীর শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বীর মুক্তিযোদ্ধা ও অভিনয়শিল্পী অধ্যাপক জিয়াউল হাসান কিসলু বলেন, ‘ডিসেম্বর মাস আমাদের অহংকারের মাস। আত্মপরিচয় প্রতিষ্ঠার মাস। পাকিস্তানের শক্তিশালী সেনাবাহিনীকে হারিয়ে আমরা এই মাসে বিজয় লাভ করেছিলাম। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ২০৪১ সালের মধ্যে সুখী-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ার অগ্রযাত্রায় আমরা আছি। নিজ নিজ অবস্থান থেকে উক্ত মিশনে আত্মনিয়োগ করতে হবে।’


এ সময় তিনি তার মুক্তিযুদ্ধের স্মৃতি তুলে ধরেন যা উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে আবেগ-উদ্দীপনা সৃষ্টি করে।


এছাড়াও রচনা প্রতিযোগিতা ও দেয়ালিকা পুরস্কার বিতরনী হয় ১১টা চল্লিশ মিনিটে। সবশেষে বঙ্গবন্ধু ও সকল শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয় দিবস উদযাপন সম্পন্ন হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024