|
Date: 2023-12-16 18:56:34 |
টাঙ্গাইলে সমাজ সেবা মূলক সংগঠন বাংলাদেশ মানব কল্যান ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন আয়োজনের মাধ্যমে বিজয় দিবস উদযাপন করা হয়েছে।
আজ(১৬ই ডিসেম্বর) রবিবার সকালে বাংলাদেশ মানব কল্যান ফাউন্ডেশনের সকল সদস্য বৃন্দ মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, আনন্দ র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
শ্রদ্ধাঞ্জলি জানিয়ে ফাউন্ডেশন থেকে একটি আনন্দ র্যালি বের হয়। আনন্দ র্যালিটি টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে টাঙ্গাইল পৌর উদ্যান প্রদক্ষিণ করে আবার পুরাতন বাস স্ট্যান্ডে এসে শেষ হয়। পরবর্তীতে টাঙ্গাইল শিবনাথ স্কুল মাঠ প্রাঙ্গনে আলোচনা সভার অনুষ্ঠান করা হয় ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ইমরান মাহমুদুর, সহকারী পরিচালক জয় সরকার, ফাউন্ডেশনের সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল সাধারন সদস্য উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024