আজ ১৭ ডিসেম্বর  রবিবার  দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাম গণতান্ত্রিক জোট নগরী অশ্বিনী কুমার হলের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল নিয়ে নির্বাচন কমিশন কার্যালয়ের দিকে যাওয়ার পথে পুলিশ লাইন রোড এলাকায় মিছিলটি পন্ড করে দেয়  কোতোয়ালী মডেল থানার পুলিশ।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে বরিশালে বাম গণতান্ত্রিক ফ্রন্টের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে বরিশালে বাম গণতান্ত্রিক জোটের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে।পরে সেখানেই একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন জোটের নেতাকর্মীরা।এ সময় জোটের মুখপাত্র ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) জেলা সদস্যসচিব চিকিৎসক মনীষা চক্রবর্তী বলেন, ‘সংবিধানে সভা-সমাবেশ করার অধিকার থাকলেও আমাদের তা করতে দেয়া হচ্ছে না। আমরা এর তীব্র নিন্দা জানাই।’কর্মসূচিতে বাধা প্রসঙ্গে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিছুল হকের ভাষ্য, বিক্ষোভকারীরা অনুমতি না নিয়ে রাস্তা অবরোধ করে মিছিল করেছে।পুলিশ তাদের বাধা দেয়নি। কর্মসূচি সংক্ষিপ্ত করতে বলা হয়েছে।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024