|
Date: 2023-12-17 09:43:53 |
নোয়াখালী জেলার নবাগত পুলিশ সুপার জনাব মোহাম্মদ আসাদুজ্জামান বিপিএম, পিপিএম, মহোদয়ের সভাপতিত্বে ১৭ই ডিসেম্বর ১০:০০ ঘটিকায় নোয়াখালী জেলা পুলিশ লাইন্স শহীদ কনস্টেবল মনিরুল হক হলে অফিসার ও ফোর্সের সাথে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত।
উক্ত বিশেষ কল্যাণ সভায় নবাগত পুলিশ সুপার, মহোদয় জেলা পুলিশের সকলের সাথে পরিচিতি ও শুভেচ্ছা বিনিময় করেন ও জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন বিষয়ের উপর দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বিশেষ কল্যাণ সভায় অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানান এবং সুস্থতা কামনা করে সমাপ্তি করেন।
উক্ত সভায় উপস্থিত ছিলেন জনাব বিজয়া সেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), নোয়াখালী,
জনাব মোহাম্মদ ইব্রাহীম অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্ )নোয়াখালী, জনাব মোঃ মোর্তাহীন বিল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার, (সদর সার্কেল), নোয়াখালী, জনান মোহাম্মদ নাজমুল হাসান রাজিব (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার, (বেগমগঞ্জ সার্কেল) নোয়াখালী, জনাব নিত্যানন্দ দাস সহকারী পুলিশ সুপার, (চাটখিল সার্কেল), নোয়াখালী, জনাব আমান উল্লাহ,সহকারী পুলিশ সুপার, (হাতিয়া সার্কেল) নোয়াখালী -সহ সকল থানার অফিসার ইনচার্জ/ইন্সপেক্টর (তদন্ত), তদন্ত কেন্দ্র ও ফাঁড়ির ইনচার্জগণ এবং বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
© Deshchitro 2024