মনের মাঝে আছে আঁকা 

দেশের ছবি, 

বাংলা ভাষায় লিখতে পারি 

ন‌ই তো কবি। 


সবুজ দেশটা আছে আমার 

হৃদয় জুড়ে, 

ইচ্ছে জাগে পাখি হয়ে 

দেখি ঘুরে। 


বৃষ্টি ভেজা মেঠোপথে 

কত মায়া, 

নদী নালা ফসল ক্ষেতে 

দেশটা ছায়া। 


এমন দেশটা পাবে না তো 

দেখবে যত, 

সকল দেশের রানী সে যে 

ছবির মতো। 




মিজান ইবনে মোবারক 

শিক্ষার্থী, জামিয়া রশিদিয়া এমদাদুল উলুম 

গৌরনদী, বরিশাল। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024