১৭ ডিসেম্বর ২০২৩ ইং (রবিবার) পঞ্চগড় জেলায় তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের মান্দুলপাড়া গ্ৰামে উৎসব মুখর পরিবেশে ২০২৩-২৪ অর্থবছরের গ্রীষ্মকালীন পেঁয়াজ আহরন (কর্তন) আনুষ্ঠানিক ভাবে শুরু হয়। প্রধান অতিথি তেঁতুলিয়া উপজেলা কৃষি অফিসার তামান্না ফেরদৌস এর উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জীবন ইসলাম, কৃষি সমপ্রসারন অফিসার। আরও উপস্থিত ছিলেন উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জন প্রতিনিধি, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং এলাকার প্রান্তিক চাষী গণ।

৫ জন কৃষকের গ্ৰুপে ক্লাস্টার পদ্ধতিতে ১৬৫ শতক জমিতে গ্রীসমকালীন পেয়াজ চাষ করা হয়। কৃষকদের মাঝে তেঁতুলিয়া কৃষি অফিস থেকে বীজ, সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়।

বর্তমান বাজারে পেঁয়াজের দাম ভালো পাওয়ায় কৃষকরা সন্তুষ্টি প্রকাশ করে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024