দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে নোয়াখালী -২ (সেনবাগ – সোনাইমুড়ী আংশিক ) আসনে ৪ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেন।

তারা হলেন- জাকের পার্টির এটিএম হোসেন হায়দার, স্বতন্ত্র প্রার্থী সেনবাগ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু জাফর টিপু, ছাত্রনেতা শিহাব উদ্দিন।

যাচাই বাঁচাই ও আপিলের পর ৯ জন প্রার্থী ছিলেন,  মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ১৭ ডিসেম্বর  ৪ প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় এ আসনে ৫ প্রার্থী ভোট যুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীগণ হলেন- বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আলহাজ্ব মোরশেদ আলম, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ও বাফুফে'র সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের প্রার্থী নাইমুল আহসান জুয়েল, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি'র প্রার্থী আবুল কালাম আজাদ, জাতীয় পার্টির প্রার্থী তালেবুজ্জামান।

আগামী ১৮ ডিসেম্বর প্রার্থীগণের প্রতীক বরাদ্দ দেয়া হবে ও আগামী ৭ জানুয়ারী সারাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। 


প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024