|
Date: 2023-12-17 17:29:16 |
বিজয় উদযাপনের দিনেই সাংস্কৃতিক ঐতিহ্যের চেতনাকে ধারণ করে যাত্রা শুরু করলো রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ। গত শনিবার (১৬ই ডিসেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো প্রতিষ্ঠিত হয় রাজশাহী ইউনিভার্সিটি কালচার সোসাইটি (রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ)
উক্ত নবগঠিত কমিটির সভাপতি করা হয় বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের তাজরীন আহমেদ খান মেধা ও সাধারণ সম্পাদক করা হয় ফোকলোর বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের সাওদা জামান রিশাকে। সহ-সভাপতি করা হয় আশরাফি আফরিন,আবু হাসনাত আব্দুল্লাহ, সাধন মুখার্জি প্রমুখ
সাংগঠনিক সম্পাদক করা হয়, শাম্মি আকতার জুথি,আলফি শাহরিন আরিয়ানা, আতিক আকবর,পাপড়ি শাহা প্রমুখ, অফিস সেক্রেটারি দীপ্ত রায় দিগন্ত, অর্থ সম্পাদক ইউ এ শাহানা ইসলামী, প্রচার সম্পাদকবমোঃ আব্দুল বারিক, ব্রান্ডিং এন্ড প্রমোশন সেক্রেটারি তন্ময় তালুকদার, আইটি সেক্রেটারি আল আমিন ইসলাম পিয়াস, কার্যকরী সদস্য শেখ রাফিন হোসেন, আফরিন আখোয়িনি,ফারাবি হাসান সরকার, অর্পিতা রায় পূজা প্রমুখ
উক্ত কমিটির উপদেষ্টা করা হয়, আইন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সাদেকুল ইসলাম সাগর, নৃবিজ্ঞান বিভাগের প্রভাষক রাদিয়া আওয়াল তৃষা, ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মাহমুদুল হক টুটুল
উক্ত কমিটি ঘোষণা শেষে সভাপতি তাজরীন আহমেদ মেধা জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ও সৃজনশীল শিক্ষার্থীদের সহ-শিক্ষা কার্যক্রমের প্রতি ঝোঁক বরাবরই নজর কাড়ার মত।তাই,একটি একক প্ল্যাটফর্মের ভেতরে তাদের সকল প্রতিভা বিকাশ তথা পরিচর্চার সুযোগ করে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।
সাধারণ সম্পাদক সাওদা জামান রিশা জানান, ক্যাম্পাসে এসে প্রথম বর্ষ হতে অনেক সংগঠন দেখা হলেও অপরাপর বিশ্ববিদ্যালয়ের ন্যায় একই মঞ্চে সাংস্কৃতিক বিভিন্ন বিষয়কে উপস্থাপনের সুযোগ আমাদের ক্ষেত্রে দেখি নি। সেই শূন্যতা থেকে যাত্রা শুরু করল আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় কালচারাল সোসাইটি। অনেক অনেক শুভকামনা রইল নব যাত্রা পথে।
উক্ত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জানান, আধুনিক এই বিশ্বে আমরা আমাদের দেশীয় সংস্কৃতিকে ভুলতে বসেছি।দেশের ৬৪ জেলা থেকে পড়তে আসা শিক্ষার্থীদের মাঝে লুকিয়ে আছে তাদের নিজ গ্রামীণ এলাকার সংস্কৃতি ও ঐতিহ্য। তাই সেই ঐতিহ্যগুলোকে সবার মাঝেে তুলে ধরতে এবং শিক্ষার্থীদের তাদের নিজ প্রতিভাগুলোকে তুলে ধরার জন্যই আমারা বিজয়ের মাসে আমাদের ক্লাবের যাত্রা শুরু করেছি।রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আলাদা আলাদা ক্লাব থাকলেও সব বিষয় নিয়ে একত্রে কোনো সংগঠন নেই।আমরাই প্রথম কোনো সংগঠন হিসেবে যাত্রা শুরু করলাম যেখানে আপনি একসাথে সকল ধরণের প্রতিভার খোঁজ পাবেন।
© Deshchitro 2024