|
Date: 2023-12-18 03:01:34 |
বাংলাদেশ দূতাবাস,ওয়ারশ পোল্যান্ড রাষ্ট্রদূত আয়োজনে ১৬ ডিসেম্বর ২০২৩ মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
শনিবার (১৬ ডিসেম্বর) সকালে বাংলাদেশ দূতাবাস ওয়ারশ পোল্যান্ড রাষ্ট্রদূত আয়োজনে মহান বিজয় দিবস ২০২৩ পালিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,বাংলাদেশী নিযুক্ত রাষ্ট্রদূত লায়লা সুলতানা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশী নিযুক্ত পোল্যান্ড রাষ্ট্রদূত লায়লা সুলতানা স্নেহের ছোট ভাই স্কটল্যান্ড প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী নাফিজ হাসান
এসময় প্রধান অতিথি লায়লা সুলতানা বলেন,১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে মাত্র নয় মাসে পাকিস্তান হানাদার বাহিনীর সাথে যুদ্ধ করে লাল সবুজের পতাকা,নিজস্ব মানচিত্র ও স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আমরা পেয়েছি আমাদের নিজস্ব মাতৃভাষা। তিনি আরও বলেন,বাংলাদেশ আমাদের গর্ব। বাংলাদেশ হচ্ছে শস্য -সুফলা ও নদী মাতৃক দেশ। আমি স্পেশালি ধন্যবাদ জানাই পোল্যান্ডের বাংলাদেশি কমিউনিটি ও স্কটলান্ড প্রবাসী আমার স্নেহের ছোট ভাই নাফিজ হাসান কে তিনি আমাদের সাথে মহান বিজয় দিবস পালন করা জন্য।
উল্লেখ্য, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা শেষে পোল্যান্ডে বসবাস কারী বাংলাদেশী স্থানীয় শিল্পীদের আয়োজনে দেশাত্মবোধক গান,কবিতা আবৃতি সহ নানা আয়োজন মুখরিত হয়।
© Deshchitro 2024