|
Date: 2023-12-18 04:46:41 |
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বাগিচাহাটে রবিবার ১৭ই ডিসেম্বর দুপুরে অভিযান চালিয়ে অবৈধভাবে সিলিন্ডারে গ্যাস ভর্তির অপরাধে দেড় লাখ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাগিচাহাট শিপনের গ্যাস গোডাউনে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রে ডিপ্লোম্যাসি চাকমা।
এই সময় গ্যাস রিপিলিং এর সরঞ্জামাদী, সিলিন্ডার ক্যাপ ৩০০, রেগুলোটার ২১ টি, কম্প্রেসার মেশিন ২টি, গ্যাস সিলিন্ডার ৮৩৫টি জব্দ করে গোডাউনটি সিলগালা করে দেওয়া হয়। এই সময়, নিবার্হী ম্যাজিষ্ট্রেট ডিপল্লোম্যাসি চাকমা গ্যাসের বোতলে গ্যাস কম দিয়ে গ্যাসের পরিবর্তে হাওয়া ডুকিয়ে পরিমাপে গরমিল রাখার অপরাধে এবং অবৈধ কর্মকান্ড চালানোর জন্য দেড় লক্ষ টাকা জরিমানা আদায় করেন।
অভিযান চলাকালে ভূমি অফিসের সহকারী রিগাল শীল ও ফায়ার সার্ভিসের অফিসার মো: আরিফুজ্জামানসহ চন্দনাইশ থানা পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন।
এ জরিমানা ২০০৯ সালের ভোক্তা অধিকার আইনের ৫২ধারায় করা হয়। এই ব্যাপারে নিবার্হী ম্যাজিষ্ট্রেট ডিপল্লোমেসি চাকমা বলেন অবৈধ ও প্রতারণামূলক ব্যবসা এবং অপরাধ মূলক কর্মকান্ড পরিচালনার ক্ষেত্রে ভবিষ্যতে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।
© Deshchitro 2024