|
Date: 2023-12-18 05:51:40 |
জগন্নাথপুর পৌরশহরের মির্জাবাড়ীর কৃতি সন্তান মির্জা হবিবুর রহমানের আমন্ত্রণে মির্জা আতাউর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী মির্জা মিউজিয়াম লাইব্রেরী পরিদর্শন করেছেন জগন্নাথপুর- শান্তিগঞ্জ আসনের সংসদ সদস্য পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি।
শুক্রবার বিকেলে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান মির্জা মিউজিয়াম লাইব্রেরিতে এসে পৌছলে লাইব্রেরির প্রতিষ্ঠাতা মির্জা আতাউর রহমান মন্ত্রী এম এ মান্নান কে উষ্ণ ফুলেল শুভেচ্ছা জানান।
পরে মন্ত্রী এমএ মান্নান লাইব্রেরীটি ঘুড়ে দেখেন। এ ছাড়াও সেল্পে সাজানো দুর্লভ বইগুলো দেখে সন্তুোষ প্রকাশ করেন। এবং
পরিদর্শন বহিতে গুরুত্বপূর্ণ মন্তব্য লিপিবদ্ধ করেন। একজন বই সংগ্রাহক হিসেবে মির্জা আতাউর রহমানের মহত উদ্যোগের ভূয়সী প্রশংসা করে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন-“পাঠাগার" হলো বই, পুস্তিকা ও অন্যান্য তথ্য সামগ্রির একটি সংগ্রহশালা, যেখানে পাঠকের প্রবেশাধিকার থাকে এবং পাঠক সেখানে পাঠ, গবেষণা কিংবা তথ্যানুসন্ধান করতে পারেন। তবে গ্রন্থাগারের মূল লক্ষ্য থাকে তথ্যসংশ্লিষ্ট উপাদান সংগ্রহ, সংরক্ষণ, সংগঠন, সমন্বয় করা।
যে কাজটি মির্জা আতাউর রহমান বেগ সু-দীর্ঘকাল থেকে তিলে তিলে বই সংগ্রহ করে জগন্নাথপুর পৌরশহরের প্রাণ কেন্দ্রে মির্জা মিউজিয়াম ও লাইব্রেরী গড়ে তুলেছেন।
এই মহতি কাজ মির্জা আতাউর রহমানের জীবনে বিশাল ত্যাগ এবং প্রাপ্তি ।তিনি তার দীর্ঘয়ু ও সফলতা কামনা করেন।
মির্জা মিউজিয়াম লাইব্রেরী পরিদর্শনকালে এসময়, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের জৈষ্ঠ্য সন্তান শাহাদাত মান্নান অভি, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, সাবেক দপ্তর সম্পাদক মাসুম আহমদ, পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না, মির্জা জুবায়ের জামান, মির্জা আহসানুর রেজা, পৌর যুবলীগ নেতা মির্জা আব্দুল ওয়াদুদ, জগন্নাথপুর সরকারি কলেজ ছাত্রলীক সভাপতি হাসান আদিল, মির্জা হামজা, মির্জা তামিম, মির্জা রুমেল, পৌর ছাত্রলীগ নেতা মির্জা আনিসুর রেজা, মির্জা তামজিদ, মির্জা রাহি মির্জা মুশফিক আহমেদ, ছাত্রলীগ নেতা মির্জা ওহি, মির্জা মোতাহির, সাদী আহমদ, ইসলাম সহ বিভিন্ন পেশাজীবির নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।
© Deshchitro 2024