দূর দিগন্তে ছোট্ট গ্রাম 

চারদিকে তার ধান, 

তাই না দেখে জুড়িয়ে গেল 

কৃষক ভাইয়ের প্রাণ। 


ধান কেটে কৃষক ভাই 

মাড়ায় বাড়ি এনে, 

হাসি ফোটায় সোনালী ধান 

কিষাণ বধুর মনে। 


মাঠের পরে মাঠ গেছে 

সোনালী ধানে ভরা, 

এসো এসো তাড়াতাড়ি 

ধান মাড়াই করি। 


গ্রামে গ্রামে ছড়িয়ে গেছে 

হাসি খুশির বান, 

কৃষক ভাইয়ের ছোট ঘরে 

গোলা ভরা ধান। 




মুহাম্মদ সোহরাব উদ্দীন 

কবি ও ছড়াকার, 

হবিগঞ্জ, বাংলাদেশ। 

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024