|
Date: 2023-12-18 08:35:03 |
কয়রা উপজেলার ক্রিড়া সংস্থা ও উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মহান বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৭ ই ডিসেম্বর রাত ৮ ঘটিকার কয়রা উপজেলা কোর্ট চত্বরে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় মহেশ্বরীপুর ইউনিয়ন পরিষদ কে ৩-০ গেমে হারিয়ে চ্যাম্পিয়ন মহারাজপুর ইউনিয়ন পরিষদ।
খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জনাব কামাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব আলহাজ্ব এস.এম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার( ভূমি) জনাব তারিক উজ জামান, কয়রা থানা অফিসার ইনচার্জ জনাব মিজানুর রহমান, মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুল্লাহ আল মাহমুদ, মহেশ্বরী পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব শাহ নেওয়াজ শিকারী ও সাবেক চেয়ারম্যান ০৪ নং মহারাজ পুর ইউনিয়ন পরিষদ ও জেলা পরিষদের সদস্য জনাব আব্দুল আল মামুন (লাভলু) প্রমুখ উপস্থিতি ছিলেন। এছাড়াও উক্ত খেলায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধি গন উপস্থিত ছিলেন।
এ সময় অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রাফি তুলে দেন। উল্লেখ্য ২০২৩ সালের মহান বিজয় দিবস ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয় ১৪/১২/২৩ তারিখ।
এতে ৭ টি ইউনিয়ন সহ উপজেলা প্রশাসনের ৩ টি মোট ১০টি ব্যাডমিন্টন দল অংশগ্রহণ করেন।
© Deshchitro 2024