|
Date: 2023-12-18 09:49:40 |
উচ্চ আদালতে যশোর-৪ বাঘারপাড়া-অভয়নগর আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী এনামুল হক বাবুলের প্রার্থীতা এবার হাইকোর্টও বাতিল বহাল রেখেছে।
গতকাল থেকে ব্যাপক উৎকণ্ঠের মধ্যে দিয়ে অভয়নগরবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছিলো উচ্চ আদালতে অভয়নগরবাসীর প্রান প্রীয় নেতার প্রার্থিতা ফিরে পাবার আশায়। দুইদিন যাবত ঘাটে মাঠে গ্রামগঞ্জে শহর বন্দরে বিভিন্ন জল্পনা কল্পনার মধ্য দিয়ে সময় পার করছিলো অভয়নগরবাসী এর আগে তার বিরুদ্ধে করা ঋণখেলাপির অভিযোগ এনে করা আপিল মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)।
গত ১৩ ডিসেম্বর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) আপিল শুনানির পর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা তার প্রার্থীতা বাতিলের রায় দেন। প্রার্থী বাবুলের বিরুদ্ধে এ আপিল করেন একই আসনের বাসিন্দা সুকৃতি কুমার মন্ডল। এরপর এনামুল হক বাবুল তার প্রার্থীতা ফিরে পেতে হাইকোর্টে আপিল করেন। সোমবার সকালে হাইকোর্টও তার মনোনয়ন বাতিলের পক্ষে রায় দেন। এরই প্রেক্ষিতে তিনি তার নির্বাচনী বৈধতা হারালেন।
এর আগে, এনামুল হক বাবুলের মনোনয়নপত্রের বৈধতার বিরুদ্ধে আপিল করেন ওই আসনের বর্তমান সংসদ সদস্য রনজিত কুমার রায়। এবারও আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন রনজিত। দলীয় মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তিনিও আওয়ামী লীগের এ প্রার্থীর বিরুদ্ধে ঋণখেলাপি হওয়ার অভিযোগ করেছিলেন।সংবাদটি নেতাকর্মিদের কানে পৌঁছাবো মাত্র অনেক নেতা কর্মী হতাশাগ্রস্থ হয়ে মনোবল ভেঙে পড়ে। এর মধ্যে এনামুল হক বাবুলের আইনজীবীর বক্তব্য শুনে আশায় বুক বেঁধে অধির আগ্রহে অপেক্ষা করছিলো,আজও আবার উচ্চ আদালতের প্রার্থিতা বাতিলের রায় বহালের খবর পৌঁছালে নিস্তব্ধতার ছোয়া পড়লো অভয়নগরে।এদিকে তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিলো ১৭ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করেন ১৮ ডিসেম্বর। নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।
© Deshchitro 2024