জয়পুরহাটের আক্কেলপুরে মাফলার দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় নরেশ রবিদাস (৪৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। 

সোমবার (১৮ ডিসেম্বর) সকালে আক্কেলপুর  উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের আওয়ালগাড়ী মাদারতলী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। 

নিহত ওই ব্যক্তি আউয়ালগাড়ী মাঠপাড়া গ্রামের মৃত বিরেন রবিদাসের ছেলে। সে রুকিন্দীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চৌকিদার, তিনি জুতা সেলাইয়ের কাজ করতেন।



নিহতের ছেলে সুজন রবিদাস জানান, তার পিতা বর্তমানে একজন চুরিমালা (কসমেটিকস) ব্যবসায়ী। আওয়ালগাড়ী সরকারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে গত কাল আওয়ায়লগাড়ী সূর্য তরুন সংঘের আয়োজনে বিজয় দিবস উপলক্ষ্যে খেলা ধুলা, সাংস্কৃতিক সন্ধ্যা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চুরিমালার কসমেটিকসের দোকান দেয়। রাত ৮টায় দোকান থেকে বাড়ি ফিরে আসেন এবং রাতের খাবার খেয়ে বেরিয়ে যান। পরে রাতে বাড়ি ফিরে আসেনি। সকালে আমরা খোঁজা খুঁজি শুরু করি এমন সময় তুলশীগঙ্গা মাদারতলি ঘাটে বাঁধের নিচে একটি আম গাছে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে গ্রামবাসি খরব দিলে সেখানে উপস্থিত হয়ে দেখি মাফলার দিয়ে হাত পা বাঁধা অবস্থায় বাবার ঝুলন্ত মরদেহ । কে বা কাহারা এই হত্যার সঙ্গে জড়িত সঠিক ভাবে বলতে পারছি না।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান জানান, আজ ভোরে স্থানীয়রা থানায় খবর দিলে তাৎক্ষণিক পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে জয়পুরহাট ২৫০ শজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে, গভীর রাতে কে বা কাহারা নরেশকে হত্যা করে মরদেহ গাছে ঝুলিয়ে রেখেছে। এ ব্যাপারে আক্কেলপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসলে হত্যার আসল কারণ জানা যাবে বলে ওসি জানান।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024