কুমিল্লায় চান্দিনা ৭ আসনে নৌকা প্রতীক বরাদ্দ পেলেন বীর মুক্তিযুদ্ধ অধ্যাপক ডাক্তার প্রাণ গোপাল দত্ত এমপি।

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তা, জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মু. মুশফিকুর রহমান এর কার্যালয় থেকে প্রতীক সংগ্রহ করেন প্রাণ গোপাল দত্তের ছেলে অরিন্দম ঋষি। এ সময় প্রাণ গোপাল দত্তের অনুসারী নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতীক বরাদ্দ পাওয়ার পর বীর মুক্তিযুদ্ধ অধ্যাপক ডাক্তার প্রাণ গোপাল দত্ত এমপি তার ভেরিফাইড ফেসবুক পেইজে লিখেছেন - আমার মাত্র দুই বছরের কিছু বেশি সময়ের সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালনের সমকালে চান্দিনার উন্নয়নের জন্য আমার নিরলস প্রচেষ্টার স্বাক্ষী আপনারা সবাই। আমার স্বপ্নের স্মার্ট চান্দিনা গড়তে আমি আরও অনেক কিছুই করতে চাই। তাই আমাকে নৌকা মার্কায় ভোট দিয়ে আবারও আপনাদের প্রতিনিধি নির্বাচিত করে আপনাদের সেবা করার সুযোগ দিন।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024