|
Date: 2023-12-18 10:43:12 |
জয়পুরহাটের কালাই থেকে আধা কেজি হেরোইনসহ মাদক ব্যবসায়ী এনামুল হক (২৮) কে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের চৌকস অভিযানিক দল।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ এনামুল হক(২৮) কালাই মুন্সিপাড়া (পূর্ব পাড়া) গ্রামের মোঃ এমদাদুল হকের ছেলে।
জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম এর দিক নির্দেশনায় সোমবার (১৮ ডিসেম্বর) বিকাল ০৫.১৫ মিনিটে জেলার কালাই থানা এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি মোঃ শাহেদ আল মামুন এর নেতৃত্বে এসআই মোঃ ফারুক হোসেন, মোঃ শাখাওয়াত হোসেন, এএসআই মোঃ মাহমুদ সিদ্দিকী ও মোঃ জাহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে কালাই পৌরসভার মুন্সিপাড়া এলাকা থেকে আধা কেজি হেরোইনসহ তাকে হাতেনাতে গ্রেফতার করেন।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি মোঃ শাহেদ আল মামুন জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ এনামুল হকের বিরুদ্ধে কালাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
© Deshchitro 2024