|
Date: 2023-12-18 12:51:25 |
কক্সবাজার জেলার উখিয়া থানাধীন ৮ এপিবিএন এর পানবাজার পুলিশ ক্যাম্প কর্তৃক ১৩,০০০ ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন এফডিএমএন সদস্য গ্রেফতার করা হয়।
কক্সবাজার ৮ এপিবিএন অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোঃ আমির জাফর বিপিএম বিষয়টি নিশ্চিত করেন।
সোমবার (১৮ ডিসেম্বর) বিকেল ৫.১৫ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৮ এপিবিএন পানবাজার পুলিশ ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদন্নোতিপ্রাপ্ত) উক্য সিং এর নির্দেশনায় রসুল আহমদ নিজামী সহকারী পুলিশ সুপার এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নি:) রেজাউল করিম ও সঙ্গীয় ফোর্সসহ পানবাজার পুলিশ ক্যাম্প-০৯ এর আওতাধীন এফডিএমএন ক্যাম্প-০৯ এর ই/১ ব্লকের এফডিএমএন সদস্য মোহাম্মদ রফিক(২৭), পিতা- মো: জলিল, মাতা- আদরের নেছা, এফসিএন-১৬৬২৫৪, ব্লক- ই/১, ক্যাম্প-০৯ এর বসতঘরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে তার হেফাজত হতে ১৩,০০০ (তেরো হাজার) পিস্ ইয়াবা উদ্ধারপূর্বক গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, জব্দকৃত মাদকসহ আটককৃত এফডিএমএন সদস্যের বিরুদ্ধে উখিয়া থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।
© Deshchitro 2024