কুড়িগ্রামের উলিপুরে খুনসহ ১৬ মামলার দুধর্ষ আসামী শাহিনুর রহমানকে গ্রেফতার করেছে উলিপুর থানা পুলিশ।
দেশের বিভিন্ন জেলায় খুন, মাদক, চুরিসহ ১৬ মামলার দুধর্ষ আসামী শাহিনুর রহমান নানা অপকৌশলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন পলাতক ছিল। অবশেষে পুলিশের হাত থেকে শেষ রক্ষা হলো না শাহিনুরের।আজ ১৮ ডিসেম্বর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের মন্ডলের হাট বাজার থেকে উলিপুর থানার এসআই মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকশ টিম তাকে গ্রেফতার করে। শাহিনুর রহমান উপজেলার যমুনা পাইকপাড়া গ্রামের মজির উদ্দিন এর পুত্র বলে জানা গেছে। পুলিশ জানায়,তার বিরুদ্ধে ২০১২ সালে চুরি, ২০১৬ সালে জামালপুরে মাদক, ২০২০ সালে উলিপুরে খুনের মামলাসহ প্রায় ১৬টি মামলার পলাতক আসামি । 
উলিপুর থানা পুলিশের একটি চৌকস টিম দীর্ঘদিন ধরে তার গতিবিধির প্রতি সুতীক্ষ্ণ পর্যবেক্ষন রেখেছিলো।
  উলিপুর থানার অফিসার ইনচার্জ গোলাম মর্তুজার সাথে কথা হলে তিনি জানান, ৩টি ওয়ারেন্টমূলে গ্রেফতার করে তাকে জেলহাজতে  প্রেরণ করা হয়েছে।
প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024