কুষ্টিয়া জেলার কুমারখালী তেবাড়িয়া গোরস্থান সংলগ্ন, বায়তুন  নাজাত হাফিজিয়া মাদরাসার উদ্যোগে আজ ১৮/১২/২৩ বাদ জোহর পবিত্র কুরআনুল কারীমের সবক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে, 

অনুষ্ঠান সঞ্চালনা করেন মাও. আব্দুল মালেক প্রতিষ্ঠাতা পরিচালক:অত্র মাদ্রাসা 

প্রধান আলোচক ও সবক প্রদান করেন  মুফতি ওমর ফারুক কাসেমী, আরো আলোচনা করেন মাও. মনোয়ার হোসেন। 


উপস্থিত ছিলেন প্রফেসর আখিরুজ্জামান শাহিন সভাপতি  অত্র মাদরাসা, প্রফেসর জিল্লুর রহমান মধু স্যার, হাফেজ সাব্বির আহমেদ শিক্ষক অত্র মাদরাসা, মুফতি শাব্বির আহমেদ, মাও. সাইফুল ইসলাম, হাফেজ আ: রাজ্জাক, মো.সাইদুল ইসলাম চিলেকোঠা লুংগী, ওমর মাশরেক টগর, ওবায়দুল ইসলাম বাচ্চু,আব্দুল কাদের বিশ্বাস,  মু,মোতালেব হোসেন, কাউসার হোসেন

আব্দুর রাজ্জাক মোল্লা,আনিসুর রহমান বিশ্বাস, সাইদুল ইসলাম সিপন, জাহিদুল ইসলাম 

সহ আরো অনেকেই উপস্থিত  ছিলেন ।


পরিশেষে সকলের সুস্বাস্থ্য ও তেবাড়িয়া গোরস্থানের মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা করে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2024