জয়পুরহাটের আক্কেলপুরে আম গাছের ডালে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় নরেশ রবিদাস (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। গাছের ডালে ঝুলন্ত অবস্থায় থাকলেও দুই হাত, দুই পা মাফলার দিয়ে বাঁধা এবং পা মাটিতে ছিল। তাকে গভীর রাতে কেউ হত্যা করে গাছে ঝুলিয়ে রাখতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।ঘটনাটি সোমবার সকালে উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের আওয়ালগাড়ি মাদারতলী ঘাট সংলগ্ন এলাকায় ঘটেছে। তিনি ওই এলাকার মাঠপাড়া গ্রামের বিরেন রবিদাসের ছেলে এবং তিনি জুতা সেলাইয়ের কাজ করতেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানা গেছে, সোমবার ভোরে স্থানীয় কৃষকরা মাঠে যাওয়ার সময় মাদারতলী ঘাট ব্রীজ এলাকায় গাছের ডালে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় নরেশ রবিদাসের মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি আম গাছ থেকে নামিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরী করে থানায় নেয়




নিহতের ছেলে সুজন কুমার বলেন, আমার বাবা দির্ঘদিন থেকে মদ্যপান করতেন। তিনি রবিবার আওয়ালগাড়ী স্কুলে একটি অনুষ্ঠানে কসমেটিকসের দোকান নিয়ে গিয়েছিলেন। গত রাত আটটার দিকে বাসায় ফিরে রাতের খাবার খেয়ে বাহিরে যায়। রাতে আর বাসায় ফিরেন নি। সকালে আম গাছে  তার লাশ ঝুলছে এমন খবর দেয় এলাকার লোকজন। আক্কেলপুর থানার ওসি শাহিনুর রহমান বলেন, সোমবার ভোরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন আসলে আসল কারণ জানা যাবে।

প্রকাশক : কাজী জসিম উদ্দিন   |   সম্পাদক : ওয়াহিদুজ্জামান

© Deshchitro 2023